টানা বর্ষণে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে শিশুসহ আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জেলায় ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। আর পাঁচ জেলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৫৬ জনে।
Advertisement
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আজ শুক্রবার বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করেন।
পাহাড়ধসের ঘটনায় গত চারদিনে চট্টগ্রাম বিভাগে মোট ১৫৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাঙামাটিতেই ১১৩, বান্দরবানে ছয়, কক্সবাজারে দুই, খাগড়াছড়িতে দুই এবং চট্টগ্রামে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক গোলাম মোস্তফা বিষয়টি করে জানান, অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা বেলা ১১টার দিকে শহরের সার্কিট হাউস এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এছাড়াও শহরের ভেদভেদী লোকনাথ এলাকা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
Advertisement
এফএ/এমএস