আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে যুদ্ধজাহাজ দিচ্ছে না ফ্রান্স

ইউক্রেন ইস্যুতে সংকট ঘনীভূত হওয়ায় রাশিয়ার কাছে বিক্রি করা যুদ্ধজাহাজ সরবরাহ স্থগিত করেছে ফ্রান্স। ১৬০ কোটি ডলারের বিনিময়ে ফ্রান্স থেকে হেলিকপ্টার বহনকারী বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রয়ে চুক্তি করেছিল রাশিয়া। এর মধ্যে প্রথম দফায় দুটি যুদ্ধজাহাজ রাশিয়ার কাছে হস্তান্তর করার কথা ছিল ফ্রান্সের। কিন্তু ফ্রান্স তা স্থগিত করেছে। চুক্তি অনুযায়ী অক্টোবরের শেষের দিকে প্রথম দফায় হেলিকপ্টার বহনকারী দুটি যুদ্ধজাহাজ সরবরাহ করার কথা ছিল ফ্রান্সের। রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী এই সিদ্ধান্তকে অপ্রীতিকর উল্লেখ করে বলেছেন, এতে রাশিয়ার সেনাবাহিনীতে পরিকল্পিত আধুনিকায়ন থেমে থাকবে না।পূর্ব ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার অবস্থানকে ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। যুদ্ধজাহাজ কেনার ব্যাপারে রাশিয়ার সঙ্গে ফ্রান্সের ১৬০ কোটি ডলারের চুক্তির বিষয়ে ব্যাপক আপত্তি ছিল ইউরোপের দেশগুলোর। সেই আপত্তি এত দিন উপেক্ষা করেছে ফ্রান্স।পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের রাশিয়া সহযোগিতা করছে-এমন অভিযোগে রাশিয়ার ওপর ইউরোপের অবরোধ আরোপের পরও যুদ্ধজাহাজ ক্রয়ের চুক্তি বহাল রেখেছিল ফ্রান্স।তবে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনারা সরাসরি অংশ নিচ্ছে-এমন অভিযোগ ওঠার পর ফ্রান্সের ওপর বিষয়টি নিয়ে চাপ বাড়ছিল। এখন পূর্ব ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার অবস্থানকে ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিল ফ্রান্স সরকার। ইউক্রেন সরকার ফ্রান্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Advertisement