ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে সুমন চন্দ্র সরকার (২০) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসনাত মোর্শেদ ভূইয়া এই কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুমন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকার সুমেশ চন্দ্র সরকারের ছেলে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সুমন শহরের রামকানাই হাই একাডেমির অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। পরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটি শেষে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে শহরের পাইকপাড়া এলাকায় সুমন তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সুমন তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।আজিজুল আলম সঞ্চয়/এমএএস/পিআর
Advertisement