খেলাধুলা

শিখর ধাওয়ানকে পেছনে ফেললেন তামিম

ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তামিম ইকবাল। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আজকের ম্যাচসহ চারটি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট করেছেন চার ইনিংস। সেই চার ইনিংসে তার রান সংখ্যা ১২৮, ৯৫, ০ ও ৭০। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার বাংলাদেশি এই মারকুটে ওপেনার।

Advertisement

তামিম পেছনে ফেলেছেন শিখর ধাওয়ানকে। ভারতীয় ওপেনার তিন ইনিংসে ব্যাট করে ২৭১ রান করেন। দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়ানোর আগ পর্যন্ত শিখরই ছিলেন সর্বোচ্চ স্কোরার।

ভারতের বিপক্ষে ৮২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭০ রান করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। তাতে ৪ ইনিংসে ব্যাট করে তামিম নামের পাশে যোগ করলেন ২৯৩ রান।

শিখর ধাওয়ান আজই তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আর মাত্র ২৩ রান করতে পারলেই আবারও বনে যাবেন চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

Advertisement

এনইউ/জেআইএম