চীনের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনে বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
Advertisement
পুলিশ বলছে, বৃহস্পতিবার জিয়াংসু প্রদেশে জুহু শহরের একটি স্কুল থেকে শিশুদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের পর ওই স্থানে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, শিশু এবং প্রাপ্ত বয়স্করা মাটিতে শুয়ে আছেন। তাদের অনেকের রক্তক্ষরণ হচ্ছে। এক নারী তার বাচ্চাকে জড়িয়ে ধরে আছেন। তাদের দুজনেরই চোখে ধোঁয়া লেগেছে।
পুলিশ বিভাগ তাদের ওয়েইবো অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটেছে। তবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে, বিস্ফোরণটি দুর্ঘটনার কারণে হয়েছে কিনা।
Advertisement
চীনের একটি দৈনিক অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে বলছে, রান্না করার গ্যাসের একটি বোতল থেকে বিস্ফোরণ ঘটেছে। ফেংজিয়ান পুলিশ স্টেশন থেকে বার্তা সংস্থা এএফপিকে জানানো হয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
কেএ/এসআইএস/জেআইএম