পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় শেরপুর জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। শেরপুর ফেরিঘাট পয়েন্টে বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্রের পানি আরও ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার প্রায় ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাসানুজ্জামান।বন্যা পরিস্থিতি নিয়ে শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, বন্যায় ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫০ মেট্রিক টন জেনারেল রিলিফ (জিআর) চাল বরাদ্দ পাওয়া গেছে।তিনি আরও জানান, ইতোমধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কুলুরচর এলাকার ৮৯টি পরিবারের মাঝে ২০ কেজি করে চালসহ ডাল,তেল, আলু ও গুড় বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বন্যাকবলিত এলাকার আরও ৩৫টি পরিবারের মাঝে বুধবার ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে।
Advertisement