রাজনীতি

মেঝেতে ঘুমিয়ে রাত কাটে মওদুদের

গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর এখন অন্য একটি ফ্ল্যাটের মেঝেতে ঘুমিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের রাত কাটে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আইনজীবীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Advertisement

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘রাজউক গুলশানের বাড়ির মালপত্র সরানোর সময় আমার খাট ভেঙে ফেলে। আমার বাসার পুরানো কাঠমিস্ত্রি শংকর ভাঙা সেই খাট মেরামত শুরু করেছে। মেরামত শেষ হলে খাটে ঘুমাতে পারব।আপাতত মেঝেতে শুয়েই রাত কাটছে আমার।’

তিনি বলেন, কোনো আইনের তোয়াক্কা না করে চর দখলের মতো সরকার আমার গুলশানের বাড়ি দখল করেছে। এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন।ব্যারিস্টার মওদুদ বলেন, সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা হয়নি যে এই বাড়ি সরকার বা রাজউকের। আমার মনে হয় আওয়ামী লীগের নেতারা আদালতের রায় না পড়েই কথা বলছেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার আমিনুল হক, এ জে মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এফএইচ/এমএআর/আরআইপি