খেলাধুলা

টস জিতলে ফিল্ডিং নিতেন মাশরাফি

আইসিসির মেগা আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। বামিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার কথা। ম্যাচটিতে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন তিনি।

Advertisement

অপরদিকে টস হেরে প্রথমে ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে। টস হারার পর টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, টস জিতলে প্রথমে ফিল্ডিং নিতেন তিনি।

টস নিয়ে মাশরাফি বলেন, ‘টস জিতলে আমি ফিল্ডিং নিতাম। আমরা এগিয়ে যেতে চাই। গত ২-৩ বছর ধরে আমরা অনেক উন্নতি করেছি। বিশেষ করে ২০১৫ সালে বিশ্বকাপের পর আমরা ভালো অবস্থানে রয়েছি। এগিয়ে যাওয়ার সময় এখনই।’

বাংলাদেশ একাদশ :

Advertisement

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ :

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ররিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।

এনইউ/আরআইপি

Advertisement