বিশ্বকাপের পরপরই পাকিস্তানের সিরিজে ব্যস্ত সময় কাটিয়েছে টাইগার ক্রিকেটাররা। তবে,আপাতত কিছু সময় নিজেদের মতো কাটাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।এবার আবারো ক্রিকেটে ফেরার পালা। না ২২ গজের ক্রিকেটে নয়। কক্সবাজারে প্রদর্শনী বিচ ক্রিকেটে অংশ নিতে যাচ্ছেন মুশফিকুর রহিম,তামিম ইকবাল,নাসির হোসেন ও রুবেল হোসেন।কক্সবাজারের রওয়ানা দেয়ার সময় হেলিকাপ্টারে উঠে ছবি তুলে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তারা।উল্লেখ্য, কিছু দিন আগে তামিম তার জীবন সঙ্গীকে নিয়ে গিয়েছিলেন মালয়েশিয়া আর মুশফিক গিয়েছিলেন মালদ্বীপে। এমআর/পিআর
Advertisement