প্রতীক্ষায়..হাবীবাহ্ নাসরীন
Advertisement
জানি না কতটা অপরাধী আমি, দোষ কত গুরুতরভালোবেসে যদি ভুল করে থাকি, ভালোবেসে ক্ষমা করো।
চাইনি কিছুই- হাসি ভরা মুখ, বুক ভরা সুখ, প্রেমকাছাকাছি তবু আমরা আলাদা, এক ছবি দুই ফ্রেম!
তোমার উঠোনে জোসনা বিলাস, আমার দেয়ালে রোদজমিয়ে রেখেছি বুকের ভেতরে তোমার অভাববোধ।
Advertisement
এটা তো সত্যি পুরো পৃথিবীতে তুমি শুধু একজনআর কারো চোখে আকাশ দেখে না আমার বেহায়া মন।
জানি না আমার লুকোচুরি প্রেম তোমার কতটা জানাএকি প্রশ্রয়, নাকি আশ্রয়, কখনো করোনি মানা!
স্বপ্নে এসেছো, হৃদয়ে থেকেছো, তুমি সেই প্রিয়তমতুমি না দাঁড়ালে কী করে হারাবো, আমি বড় অক্ষম।
জানি না কখনো ধরবে কি হাত, মিলবে কি চোখে ঠাঁইএকজনমের ভালোবাসা বুকে তবুও প্রতীক্ষায়!
Advertisement
এসইউ/পিআর