প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট ভারত। বার্মিংহামের এজবাস্টনে আজ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।
Advertisement
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ে ভারতের কাছে হারের পর ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই প্রায় যুদ্ধাবস্থা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১ রানে ভারতের জয় এ উত্তাপ বাড়িয়ে দিয়েছে আরও। এবার সেমিফাইনালে ভারতকে হারিয়ে সেই হারের প্রতিশোধের সুযোগ।
এদিকে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ঘুরে ফিরে আসছে কেমন হবে বাংলাদেশ দলের একাদশ? চার পেসার না তিন পেসারের সঙ্গে এক বিশেষজ্ঞ স্পিনার। তবে যতদূর জানা গেছে, শেষ মুহূর্তে কোনো ইনজুরি বা ভাবনার বদল না হলে নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়েই খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ :তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
Advertisement
এমআর/পিআর