ধর্ম

১৯ রমজান : রমজানে মুমিনের আশা-আকাঙ্ক্ষা পূরণে বরকতের দোয়া

১৪৩৮ হিজরির ১৯ রমজান; মাগফেরাতের নবম দিন আজ। এ দশকে মুমিন বান্দা দুনিয়ার সব গোনাহ থেকে মুক্তি লাভ করে সফলতার জন্য রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাতের বিকল্প নেই। মুমিন মুসলমানের মনের আশা-আকাঙ্ক্ষা পূরণে বরকত লাভের একটি দোয়া তুলে ধরা হলো-

Advertisement

উচ্চারণ : আল্লাহুম্মা ওয়াফ্‌ফার ফিহি হাজা মিন বারাকাতিহি; ওয়া সাহ্‌হিল সাবিলি ইলা খায়রাতিহি; ওয়া লা তাহরিমনি ক্বুবুলা হাসানাতিহি; ইয়া হাদিয়ান ইলাল হাক্কিল মুবিন।

অর্থ : হে আল্লাহ! আমাকে এ মাসের বরকতের অধিকারী কর। এর কল্যাণ অজর্নের পথ আমার জন্য সহজ করে দাও। এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না। হে সুস্পষ্ট সত্যের দিকে পথ-নির্দেশকারী।

Advertisement

পরিশেষে...আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের মাগফিরাতের দশকে গোনাহ থেকে মুক্তি দিয়ে রহমত মাগফেরাত ও নাজাতের বরকত লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর