রাজনীতি

খালেদার ইফতারে চরম বিশৃঙ্খলা

ব্যাপক বিশৃঙ্খলার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিল। বুধবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ‘পুষ্পগুচ্ছ’ ও ‘রাজদর্শন’ হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল থেকে অনুষ্ঠানস্থলে আমন্ত্রিতদের প্রবেশ নিয়ে মহানগরের নেতাকর্মীদের বেশ অসহিষ্ণু মনোভাব দেখা গেছে। তাদের হট্টগোলের কারণে অনেকেরই অনুষ্ঠানস্থলে যেতে বেগ পেতে হয়েছে।

মহানগর ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতারা ইফতার মাহফিলে থাকলেও হট্টগোল থামাতে পারেননি তারা। এমনকি খালেদা জিয়ার উপস্থিতিতেও বিশৃঙ্খল পরিবেশ দেখা গেছে। নেতাকর্মীদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন আমন্ত্রিতদের অনেকেই।

গত রমজানেও বিএনপির বিভিন্ন ইউনিট আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিবেশ দেখা গেছে। শুধু বসার আসনই নয়, ইফতার সামগ্রী বিতরণেও অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। ছিল খাদ্য পণ্যেরও অপ্রতুলতা।

Advertisement

হলরুমে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ঘিরে ক্ষণে ক্ষণে জটলা সৃষ্টি হয়। তাদের অনুসারীরা যুবদলের শীর্ষ নেতাদের নিয়ে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে ওঠেন। এক্ষেত্রে অতিথিদের আপ্যায়নের দিকে কারও কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি। তবে নেতাকর্মীদের সেলফি আবদার হাসিমুখে বরণ করে নেন নীরব-টুকু।

অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া হলেও পরিস্থিতি এমন ছিল যে প্রধান আকর্ষণ যেন নীরব ও টুকু। যুবদলের শীর্ষ নেতাদের নিয়ে সেলফি উৎসবে হলের মধ্যেও ব্যাপক বিশৃঙ্খলা হয়।

ইফতার মাহফিলের মূল মঞ্চে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মহানগর দক্ষিণ সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি আব্দুল আলী নকি, মো. সাহাবুদ্দিন প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ইনাম আহমেদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, আতাউর রহমান ঢালী, ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সানাউল্লাহ মিয়া, নুরে আরা সাফা, আমিনুল হক, হাফেজ এম এ মালেক, শাহ নেসারুল হক, বিএনপি ঢাকা উত্তরের নেতা আতিকুল ইসলাম মতিন, মাসুদ খান, নবী সোলায়মান, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আবুল হোসেন, আবুল হাশেম, শাহিনুর আলম মারফত, আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক, কফিলউদ্দিন আহমেদ, শামীম পারভেজ, ঢাকা দক্ষিণের বিএনপি নেতা কাজী আবুল বাশার, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন প্রমুখ।

Advertisement

জেএ/এমএমএ/ওআর/বিএ