গণমাধ্যম

ধ্রুবের বিরুদ্ধে মামলায় ডিইউজের তীব্র প্রতিবাদ

বিডিনিউজ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

Advertisement

বুধবার ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

তারা বলেন, আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় এ ধরনের মামলা সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। এ ধরনের মামলায় সংবাদ প্রকাশে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, তা ওই সমাজের বিকাশকে বাধাগ্রস্ত করবে।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, যেখানে আইসিটি অ্যাক্ট নিয়ে এত বিতর্ক সেখানে ওই অ্যাক্টের ৫৭ ধারায় একজন সম্মানিত বিচারক কি করে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তা বোধগম্য নয়।

Advertisement

অবিলম্বে মামলাটি প্রত্যাহারের জন্য বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমানের প্রতি অনুরোধ জানিয়ে ডিইউজে নেতারা বলেন, এ ধরনের মামলা বিচার বিভাগ ও সাংবাদিক সমাজের মধ্যে দূরত্ব তৈরি করবে। যা উভয়পক্ষের মধ্যে আস্থার সঙ্কট সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও সৃষ্টি করতে পারে।

এমইউ/এমএমএ/পিআর