আন্তর্জাতিক

ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় বসছেন ন্যাটো নেতারা

ইউক্রেন সংকট নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ন্যাটো নেতারা। ওয়েলস সম্মেলনের আগে তারা এ আলোচনায় বসতে চান। ইউক্রেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ওই আলোচনায় দেশটির সংকট ও সমস্যার কথা যুক্তরাষ্ট্র, ইউরোপ নেতাদের কাছে জানাবেন । এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কী ধরনের কথা হয়েছে তাও জানাবেন। এবার ন্যাটো সম্মেলনে ইউক্রেন সংকট, আইএস জঙ্গি ও আফগানিস্তান জঙ্গিদের বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে গতকাল বুধবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোন আলাপচারিতায় পুতিন জানান, গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে ইউক্রেন। 

Advertisement