দেশজুড়ে

গাইবান্ধায় কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ

ধান, ভুট্টাসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত ও উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মার্কসবাদী বাসদ মিছিলটি বের করে। মিছিলটি জেলা বাসদ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বাসদ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, মনজুর আলম মিঠু, জাহিদুল ইসলাম, মাহাবুর রহমান খোকা, নিলুফার ইয়াসমীন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, বজলুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, কেনা-বেচায় ঠকতে ঠকতে কৃষকের এখন নাজেহাল অবস্থা। কৃষি ও কৃষককে বাঁচানোর জন্য ধান ও ভুট্টাসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান তারা। অমিত দাশ/এসএস/পিআর

Advertisement