মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া নদীর পাড়ে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, খেলা নিয়ে সংঘর্ষের জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে লেলিন অর্ধ শতাধিক সন্ত্রাসী নিয়ে দক্ষিণ মেদিনী মণ্ডল গ্রামে সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘরে হামলা চালান। হিন্দু,বৌদ্ধ ও খৃস্টান ঐক্য পরিষদের লৌহজং উপজেলা শাখার সভাপতি ভজন লাল দাস জাগো নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে লেলিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ঘর-দুয়ার ভাঙচুর করেন। তখন তারা লুটপাট চালিয়ে সোনা-গয়না, মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নিয়ে যান। এসময় সন্ত্রাসীদের হামলায় ১০ জন আহত হয়েছেন। তারা হলেন, ভজন লাল দাসের স্ত্রী সুমা রানী দাস (৩৭), ছেলে জয় দাস (১৫), কবিতা রানী দাস (৫০), প্রিয়াংকা দাস (২৬), রীতা রানী দাস (৩৮), মেয়ে বন্যা রানী দাস (৯) আশা দাস (১২), স্বজল (৫)। এদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে লৌহজং থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কেশব দাস। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল হক জাগো নিউজকে জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমজেড/পিআর
Advertisement