জাতীয়

স্বর্ণ ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান এনবিআরের

সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্ত ছাড়া স্বর্ণের দোকানে অভিযান চালানো হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাই স্বর্ণ ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement

মঙ্গলবার এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নেতাদের বৈঠকের পর এ আহ্বান জানানো হয়। শুল্ক গোয়েন্দা ডিজি এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বাজুস নেতাদের বৈঠকের সময় শুল্ক গোয়েন্দা ডিজিও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্ত ছাড়া স্বর্ণের দোকানে অভিযান চালানো হবে না। তাই সাধারণ ও সৎ ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Advertisement

জেইউ/এএইচ/পিআর