বুধবার দুপুরে বকশিবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। চকবাজার থানা সূত্রে এসব তথ্য জানাগেছে। বর্তমানে আসামিদের ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে।এ বিষয়ে চকবাজার থানার ডিউটি অফিসার এসআই মাহবুব বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। অনেক আসামিতো তাই ঠিকানা লিখতে সময় লাগছে।’প্রসঙ্গত, বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের দায়ের করা দুটি মামলায় বকশিবাজারে অস্থায়ী আদালতে হাজিরা দিতে এলে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হয় সেখানে। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে বিএনপির নেতাকর্মী, পুলিশ এবং সাংবাদিকসহ প্রায় শতাধিক মানুষ আহত হয়।ঘটনার পর পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে, খালেদা জিয়া গাড়ি থেকে নেমে আদালতের ভেতরে যাওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় আদালত প্রাঙ্গনে নেতাকর্মীদের প্রচুর ভীড় হয়। পুলিশ তাদের সরে যেতে বললে তারা সরে না যাওয়ায় পুলিশ প্রথমে লাঠিচার্জ করে।
Advertisement