যারা কৃষি কাজ করেন, তারা এখন চাষাবাদের আগে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে নেন। জেনে নেন কীভাবে চাষ করলে বা কেমন পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। তাই নারিকেল সংক্রান্ত প্রশ্ন নিয়ে আজকের আয়োজন-
Advertisement
প্রশ্ন : গাছের নারিকেলে পানি না থাকার সমাধান কী?উত্তর : নারিকেলের ভেতর সাধারণত পানি না থাকার কয়েকটি কারণ রয়েছে-১. নারিকেল গাছে প্রতিবছর সুষম মাত্রায় সার প্রয়োগ না করা। ২. নারিকেল গাছে পটাশ সারের ঘাটতি হলে ডাবের ভেতরে পানি হয় না।৩. কচি ডাব গঠনের সময় পানির অভাব হলে ভেতরে পানি হয় না।৪. খরার সময় সেচ না দিলে ডাবের ভেতরে পানি হয় না। ৫. গাছের গোড়ায় খড় বা শুকনো কচুরিপানা দিয়ে আচ্ছাদনের ব্যবস্থা করতে হয়।৬. সঠিকভাবে পরাগায়ণ না হলেও ডাবের ভেতরে পানি হয় না। ৭. গাছে অতিরিক্ত ফল ধারনের ফলেও কিছু কিছু ডাবে বা নারিকেলের ভেতরে পানি থাকে না। ৮. দশ বা তার বেশি বয়সী গাছে প্রতিবছর বর্ষার আগে ও পরে দু’বার সার দিতে হয়।৯. গাছের গোড়ায় ১ কেজি ইউরিয়া, ১ কেজি টিএসপি এবং দেড় কেজি এমওপি (পটাশ) সার প্রয়োগ করতে হয়। ১০. বেলে ধরনের মাটি হলে ১০০ গ্রাম বোরণ সারও দিতে হয়।
এসইউ/পিআর
Advertisement