দেশজুড়ে

কুষ্টিয়ায় সাংবাদিকতায় বুনিয়াদি রিপোর্টিং প্রশিক্ষণের উদ্ধোধন

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি রিপোর্টিং প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের উদ্যোগে শনিবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রশিক্ষক ৭১টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আর সরকারের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ডিজিট্যাল যুগে প্রবেশ করে আমরা দেশের ব্যাপক উন্নয়ন সাধিত করতে পেরেছি। ভবিষ্যতে আরো উন্নয়ন করা সম্ভব হবে গণমাধ্যম কর্মীদের সহযোগিতায়।তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংবাদিকদের করণীয়, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমের ক্ষেত্রসমূহসহ নানা বিষয়ে সাংবাদিকদের বিশেষ ধারণা দেয়া হবে। এ প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এসএস/এমএস

Advertisement