গুপ্তচরবৃত্তি এবং কারাভঙ্গের অভিযোগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার তাঁকে এ সাজা দেওয়া হয়। মিসরে বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলায় উসকানির দায়ে এরই মধ্যে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন মুরসি।উল্লেখ্য, নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতাদের বিরুদ্ধে বিচারকেরা এর আগেও বেশ কয়েকটি কঠোর রায় দিয়েছেন।গণবিক্ষোভে হোসনি মোবারকের পতনের পর মুসলিম ব্রাদারহুডের সমর্থন নিয়ে মুরসি মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এক বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালের ৩ জুলাই ব্যাপক গণ-আন্দোলনের মুখে তিনিও তখনকার সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে উৎখাত হন।এরপর মুরসির সমর্থকদের বিরুদ্ধে সরকারি বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়। এতে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত ও হাজারো মানুষ কারাবন্দী হয়। এ পর্যন্ত দ্রুত বিচারে মুসলিম ব্রাদারহুডের শতাধিক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘ একে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন আখ্যা দেয়।এআরএস/আরআই
Advertisement