ইরাকের মসুল শহরে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়ায় কয়েক শ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
Advertisement
সারাদিন রোজা রাখার পর ক্যাম্পে ইফতার করার পর থেকেই বহু মানুষ বমি এবং ডায়রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে মসুল দখলের লড়াইয়ে বাস্তুহারা হয়ে পড়েছেন বহু মানুষ। ঘর-বাড়ি হারানো এসব অসহায় মানুষরা মসুল এবং ইরবিলের মধ্যবর্তী একটি ক্যাম্পে আশ্রয় নেন।
শহরের পশ্চিমাঞ্চল দখল করে রেখেছে আইএস। কুর্দিশ রুদাও নিউজ এজেন্সি জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে প্রায় ৭৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া কমপক্ষে একটি শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
ইরবিলের একটি রেস্টুরেন্টে তৈরি খাবার ওই ক্যাম্পের বাসিন্দাদের জন্য নিয়ে এসেছিল একটি কাতারি দাতব্য সংস্থা। স্থানীয় তিনটি হাসপাতালে লোকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
টিটিএন/পিআর