জাতীয়

হাসপাতাল থেকেই মুক্তি মিলছে না সালাহউদ্দিনের

সাবেক মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আরো বেশ কয়েকদিন থাকতে হচ্ছে হাসপাতালে। ফলে হাসপাতাল থেকে সহসায় মুক্তি মিলছে না তার। শিলং টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সালাহউদ্দিনকে আদালতে হাজিরের কথা থাকলেও মেঘালয় পুলিশ তার শারীরিক দুর্বলাতার কথা উল্লেখ করে আদালতে নিতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি এখনো শিলংয়ের সিভিল হাসপাতালের একটি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে, বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি শুক্রবার দ্বিতীয়বারের মতো তার সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমে জানান, উন্নত চিকিৎসার জন্য সালাহউদ্দিনকে সিঙ্গাপুর নেওয়া প্রয়োজন। কেননা তিনি সেখানে কিডনি ও হার্টের নিয়মিত চেকআপ করাতেন। এছাড়া কিডনি ও হার্টের চিকিৎসায় যে ধরনের যন্ত্রপাতি দরকার তা শিলংয়ের হাসপাতালে নেই বলেও দাবি করেন তিনি।জনি আরো জানান, কিডনি ও হার্টের অসুখের কারণে সালাহউদ্দিন রাতে ঘুমাতে পারছেন না। এছাড়া ভারতের বাইরে চিকিৎসা দেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকেও দেশটির উপর মহলে যোগাযোগ করা হচ্ছে।একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যদিও সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ এখনো ভারতের ভিসা পায়নি। তারপরও তিনি সালাহউদ্দিনকে ভারতের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে আইনি পরামর্শ করছেন।এএইচ/এআরএস/আরআই

Advertisement