ভারতে বন্দি ১১ জন পাকিস্তানিকে ছেড়ে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। আস্তানায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মোদির মুখোমুখি হওয়ার পরই এমন সিদ্ধান্ত নেয় ভারত। দেশটির কর্মকর্তারা এ মুক্তিকে ‘সৌজন্যের নিদর্শন’ হিসেবে উল্লেখ করেছেন।
Advertisement
গত এপ্রিলে ভারতের সাবেক নৌ কর্মকর্তা কুলভূষণ যাদবকে পাকিস্তান ফাঁসির নির্দেশ দেয়ার পর এই প্রথম এমন সিদ্ধান্ত নিল ভারত। আস্তানায় সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর মুখোমুখি হওয়ার পর এমন একটা সিদ্ধান্তকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সদ্য নওয়াজ শরিফের অপারেশন হওয়ার এই প্রথম দেখা হওয়ায় তার শরীর-স্বাস্থ্য নিয়ে খোঁজ নেন মোদি। এ ছাড়া শরিফের মা ও তার পরিবারের সবার খোঁজ-খবর নেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে আলি রাজা ও বাবর নামে দুই পাকিস্তানি নাবালককে মুক্তি দিয়েছে ভারত। তারা ভুলবশত ভারতে ঢুকে পড়েছিল।
Advertisement
আরএস/এমএস