দেশজুড়ে

বান্দরবানে পাহাড় ধসে শিশুসহ নিহত ৬

ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার কালাঘাটা, আঁগাপাড়া ও লেবুঝিড়ি জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ পাহাড় ধসে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বান্দরবান কালাঘাটা এলাকায় কলেজ শিক্ষার্থী রেবা ত্রিপুরা, জেলার আঁগাপাড়া এলাকার একই পরিবারের শিশু লতা বড়ুয়া, মিতু বড়ুয়া, শুভ বড়ুয়া। এছাড়াও লেবুঝিড়ি জেলেপাড়া এলাকায় কামরুন নাহার ও সুপ্রিয়া।

নিহত রেবা ত্রিপুরার বন্ধু বলেন, কক্ষে একই সঙ্গে ছিলাম। হঠাৎ করে পাহাড়ের মাটি আমাদের ঘরে ঢুকে পড়ে । আমি বেঁচে গেলেও রেবা মাটিতে চাপা পড়ে।

বান্দরবানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ বলেন, ঘটনার সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। পাহাড়ের মাটি ধসে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন মাইকিং করে পাহাড়ের পাদদেশ থেকে সবাইকে নিরাপদে সরে যেতে বলছে। ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

সৈকত দাস/আরএআর/এমএস