খেলাধুলা

নরওয়েকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড

বিশ্বকাপ হোক বা ফ্রেন্ডলি, ইংল্যান্ডের ফুটবল যেন কিছুতেই তেমন দর্শনীয় হচ্ছে৷ অনেক সময় ভালো খেলেও ভাগ্য সহায় হচ্ছে না বৃটিশদের৷ ব্রাজিল বিশ্বকাপে প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ার পর বুধবার ওয়েম্বলিতে প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচে ফ্রেন্ডলি খেলতে নেমেছিল ওয়েন রুনির ইংল্যান্ড৷ প্রতিপক্ষ নরওয়ে৷ইংল্যান্ডের মতো তারকা সমৃদ্ধ ঐতিহ্যবাহী দলের সামনে যাদেরকে এক প্রকার ‘মিনোস’-ই বলা যেতে পারে৷ কিন্তু সেই স্ক্যান্ডেনেভিয়ান দলকে হারাতেও হিমশিম খেতে হল রয় হজসনের দলকে৷ দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক রুনি একমাত্র গোলটি না করলে এদিন ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত৷ইউরো-২০১৬ কোয়ালিফাইং রাউন্ডে খেলার আগে এই ফ্রেন্ডলি ম্যাচগুলিকে খুবই গুরুত্বপূর্ণ বলে ধরছে ইউরোপের প্রত্যেক দলগুলিই৷ সেখানে রুনিদের প্রথম ম্যাচের পারফরম্যান্স তাদের সমর্থকদের জন্য কিছুটা হলেও হতাশই করেছে বলা যেতে পারে৷অধিনায়ক হিসেবে এটাই ছিল রুনির প্রথম ম্যাচ৷ তাই প্রথম ম্যাচে গোল পাওয়াটা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বৃটিশ সিংহদের৷ রুনির এদিনের ম্যাচের গোলটি ছিল দেশের হয়ে তার করা ৪১তম গোল৷ এর ফলে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মাইকেল আওয়েনকে টপকে গেলেন রুনি৷ এদিনের ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক ঘটে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ এবং আর্সেনালের ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের৷ রুনির পাশাপশি এদিন ভালো খেলেছেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ড্যানি ওয়েলব্যাক৷

Advertisement