দেশজুড়ে

পায়রা বন্দরে পণ্য খালাস বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূল জুড়ে আজ দুদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে পায়রা সমুদ্র বন্দরকে ৩নং সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ফলে পায়রা বন্দর কর্তৃপক্ষ বন্দরের সকল প্রকার পণ্য খালাস বন্ধ রেখেছে।

Advertisement

পটুয়াখালী নৌ-বন্দরের পরিবহন পরিদর্শক মো. খবির হোসেন জানান, পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় আভ্যন্তরীণ রুটের ৬৫ ফুটের ছোট সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে।

আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। এদিকে কুয়াকাটা, আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

আপরদিকে উচ্চ জেয়ারের পানিতে জেলার বিভিন্ন চরের অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে এসব এলাকায় খেটে খাওয়া ও নিম্ম আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে।

Advertisement

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর