বগুড়ায় বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের আধাবেলা হরতালে মাঠে নেই হরতালকারীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।বগুড়া জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারসহ বেশকিছু নেতাকর্মীকে আটকের প্রতিবাদে বুধবার দুপুরে এ হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলা শহরের কোথাও নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। পাওয়া যায়নি কোনো অপ্রীতিকর ঘটনার খবর। কিছু দোকানপাট বন্ধ দেখা গেলেও রিকশা ও অটোরিকশা চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো গাড়ি শহর ছেড়ে না গেলেও এ অঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।সকালের দিকে লোক সমাগম কিছুটা কম থাকলেও আদালতসহ অন্যান্য সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম রয়েছে স্বাভাবিক। নাশকতা এড়াতে পুলিশ সদস্যের পাশাপাশি শহর জুড়ে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও টহল জোরদার রয়েছে।বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) নাজির আহমেদ খান বলেন, ‘হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল ঘিরে জনগণের জানমাল রক্ষার্থে আমরা প্রস্তুত আছি।’
Advertisement