প্রবাস

প্যারিসে ‘ফ্রান্স বাংলা’ প্রেসক্লাবের ইফতার মাহফিল

‘ফ্রান্স বাংলা’ প্রেসক্লাবের উদ্যোগে ফ্রান্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিসের গার্দুন এলাকার রয়েল ক্যাফেতে গত শুক্রবার এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ফ্রান্স বাংলা’ প্রেসক্লাবের আহ্বায়ক ও বাংলা ভিশন টিভি চ্যানেলের ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপ।

সদস্য সচিব এসএ টিভির ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমুর পরিচালনায় ইফতার পূর্ব উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশি কমিউনিটি নেতা নাজিম উদ্দীন আহমেদ, কাজী এনায়েত উল্লাহ ইনু, ড. আব্দুল মালেক ফরাজী, এম এ কাশেম, আবুল কাশেম, মহসিন উদ্দীন লিটন চৌধুরী, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান চৌধুরী মিন্টু, এম এ তাহের, আব্দুল মান্নান আজাদ, আশরাফুল ইসলাম, শরীফ আল মোমিন, টি এম রেজা, ড. আবু সায়ীদ জামাল, বাংলাদেশ দূতবাসের কর্মকর্তা আবুল হোসেন, শরীফ আহমেদ সৈকত, শামীমা আক্তার রুবী, রেদোয়ান জুয়েল, মিশেল সুমন, সুব্রত ভট্রাচার্য, ফয়সাল উদ্দীন ও কৃষক আব্দুল কাইউম সরকার।

‘ফ্রান্স বাংলা’ প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুব হোসাইন, দেবেস বড়ুয়া, অধ্যাপক অপু আলম, মুহাম্মদ নুরুল ইসলাম, কাজী হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন সেলিম, ফরিদ আহমেদ রনি, আরিফুজ্জামান ইমন, সুনন্দ বড়ুয়া ও মিজানুর রহমান প্রমুখ।

Advertisement

ইফতার মাহফিলটি এক সময় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় সার্বজনীন সংগঠন ‘বাংলাদেশ হাউস’ প্রতিষ্ঠার বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ কমিউনিটির সবর্স্তরের প্রতিনিধদের নিয়ে একটি ফলোআপ অনুষ্ঠান কারার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে অনুষ্ঠিত ‘ফ্রান্স বাংলা’ প্রেসক্লাবের সভায় র্সবসম্মতিক্রমে বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস বৃদ্ধি করা হয়।

এমএমজেড/পিআর

Advertisement