ফিচার

রকমারিতে পাওয়া যাবে জাগো নিউজের ঈদ সংখ্যা

জাগো নিউজের ঈদ সংখ্যা ২০১৭ সংবাদপত্র বিক্রয় কেন্দ্রের পাশাপাশি অনলাইন বুকশপ রকমারি ডট কমেও পাওয়া যাবে। এ নিয়ে জাগোনিউজ২৪.কম ও রকমারির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

রোববার বিকেলে জাগো নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, সহকারী সম্পাদক ও ঈদ সংখ্যার সম্পাদক ড. হারুন রশীদ, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান, বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক ইফতেখার আহমেদ, রকমারি ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা কাজী কাওছার সুইট ও টিম মেম্বার মো. ফারুক মিয়া।

জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘জাগো নিউজ প্রতিবছরই ঈদ সংখ্যা প্রকাশ করে আসছে। এ বছরও ৩০০ পৃষ্ঠার চাররঙা ঈদ সংখ্যাটি রকমারিতে পাওয়া যাবে। আগ্রহীরা দেশের যেকোন প্রান্ত থেকে তা সংগ্রহ করতে পারবেন।’

সহকারী সম্পাদক ও ঈদ সংখ্যার সম্পাদক ড. হারুন রশীদ বলেন, ‘এবারও বর্ধিত কলেবরে ঈদ সংখ্যা প্রকাশিত হচ্ছে। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। আশাকরি খুব শিগগিরই সংখ্যাটি পাঠকের হাতে তুলে দিতে পারবো।’

Advertisement

রকমারির বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা কাজী কাওছার সুইট বলেন, ‘দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই রকমারির মাধ্যমে জাগো নিউজের ঈদ সংখ্যাটি পাওয়া যাবে। আশাকরি অর্ডার দেওয়ার ২-১০ দিনের মধ্যে পাঠকের হাতে পৌঁছে যাবে।’

৩০০ পৃষ্ঠার বর্ণিল ঈদ সংখ্যার দাম মাত্র ১৫০ টাকা। এবারের ঈদ সংখ্যায় লিখেছেন হাসান আজিজুল হক, মুনতাসীর মামুন, কাঙ্গালীনি সুফিয়া, ফকির আলমগীর, আবুল মোমেন, ইমদাদুল হক মিলন, সৌমিত্র শেখর, হামীম কামরুল হক, অঘোর মণ্ডল, মোস্তফা কামাল, তুষার আব্দুল্লাহ, মাসুদা ভাট্টি, শান্তা মারিয়া, স্বকৃত নোমান, রুবাইয়াৎ আহমেদ প্রমুখ।

এসইউ/এএ/পিআর

Advertisement