কিউবার গুয়ান্তানামো কারাগার বন্ধ প্রস্তাব আবারো নাকচ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। যদিও কারাগারটি বন্ধ করা বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী ইশতেহার ছিল। ওবামার সেই প্রতিশ্রুতি দেয়ার সাত বছর পর এ প্রস্তাব নাকচ করা হল।আমেরিকার বাৎসরিক সামরিক বাজেট সংস্কার প্রস্তাবে গুয়ান্তানামোবে’র কারাগার ২০১৭ সালের মধ্যে বন্ধের কথা বলা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ২৪৯-১৭৪ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।এ নিয়ে দ্বিতীয় দফা নাকচ হয়ে গেল গুয়ান্তানামোবে’র কারাগার বন্ধ প্রস্তাব। কুখ্যাত এ কারাগার বন্ধের ওবামার তৎপরতাকে বারবার আটকে দিচ্ছে রিপাবলিকান দলের সদস্যরা।২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে ওই হামলায় জড়িত থাকার অভিযোগে অনেক মানুষকে গুয়ান্তামোবে’র এই কারাগারে বন্দি করে রেখে দিনের পর দিন অত্যাচার করা হয়। সেখানকার বন্দিদের উপর অত্যাচার এখনও বন্ধ হয়নি। জেআর/এমএস
Advertisement