ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ জুন (বৃহস্পতিবার)। রোববার ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
সভায় জানানো হয়, আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) সকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
সভায় আরও বলা হয়, লঞ্চের অগ্রিম টিকিটের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেয়া হবে এবং ঈদ উপলক্ষে ২০ জুন থেকে নিয়মিত লঞ্চের বাইরে বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Advertisement
আরএস/জেআইএম