দেশজুড়ে

১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু

দশ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

এর আগে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিক থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার ফয়জুর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে আখাউড়া থেকে আসা ডেমু ট্রেনটি লাউয়াছড়া এলাকা অতিক্রম করছিল। এসময় রেললাইনের ওপর একটি গাছ উপড়ে পড়ে। গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এ ঘটনার পর সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শ্রীমঙ্গল ও ভানুগাছ স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী উদয়ন, ঢাকাগামী উপবন, লোকাল ট্রেন সুরমা ও জালালাবাদ। খবর পেয়ে রাত ২টার দিকে কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে কাজ শুরু করে।

Advertisement

এফএ/জেআইএম