টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে রোঁলা গাঁরোর লাল দুর্গে নতুন ইতিহাসের জন্ম দিলেন লাটভিয়ার কন্যা ওস্তাপেঙ্কো। মেয়েদের ফাইনালে রোমানিয়ার তৃতীয় বাছাই সিমোনা হালেপকে ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দিয়েছেন ২০ বছর বয়সী তরুণী।
Advertisement
নারী এককের ফাইনালে জিতলেই র্যাংঙ্কিংয়ের শীর্ষে উঠে যেতেন তৃতীয় বাছাই সিমোনা হালেপ। আর সেই লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম সেট জিতে ফেভারিটের মতোই শিরোপা জয়ের আভাস দিয়েছিলেন হালেপ। দ্বিতীয় সেটেও এগিয়ে ছিলেন ৩-০ ব্যবধানে।
হালেপের শিরোপা জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল ঠিক ওই সময় ঘুরে দাঁড়ান ওস্তাপেঙ্কো। রুমানিয়ান কন্যা হালেপকে হতাশ করে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে নেন র্যাংঙ্কিংয়ের ৪৭তম ওস্তাপেঙ্কো। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে ওস্তাপেঙ্কোই সর্বনিম্ন র্যাঙঙ্কিংধারী চ্যাম্পিয়ন! শুধু তাই নয়, ১৯৩৩ সালের পর প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে জিতলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন ওস্তাপেঙ্কো।
এদিকে ২০১৪ সালের পর আবারও রোলা গাঁরোয় ফাইনালে ওঠে শিরোপা জেতা হল না হালেপের। ওই বার ফাইনালে মারিয়া শারাপোভার কাছে হেরে গিয়েছিলেন রোমানিয়ার এই খেলোয়াড়।
Advertisement
এমআর/জেআইএম