দেশজুড়ে

খাগড়াছড়িতে রোববারের হরত্যাল প্রত্যাহার

রাঙামাটির লংগদুতে মোটর সাইকেল চালক ও স্থানীয় যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম নয়ন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ডাকা রোববারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে এ হরতাল কর্মসূচির ডাক দেয়া হয়। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আবদুল মজিদ খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছিল। যেহেতু শনিবার (১০ জুন) দুই ঘাতককে গ্রেফতারসহ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাই আমরা খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে গত সোমবার (৫ জুন) পার্বত্য নাগরিক পরিষদের এক জরুরি সভা শেষে তিন পার্বত্য জেলায় আধাবেলা হরতালের কথা জানানো হয়। পরে গত ৭ জুন লংগদুর মাইনিমুখ কাচালং নদীতে ভেসে আসা এক অজ্ঞাত বাঙালির মরদেহ উদ্ধারের পর তিন পার্বত্য জেলায় পূর্ব ঘোষিত আধাবেলা হরতাল কর্মসূচিকে বাড়িয়ে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়।

Advertisement

এমএমএ