এপ্রিল মাসে দরপতনের পর চলতি মাসে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহ জুড়ে বেড়েছে সব ধরণের সূচক, মূলধন ও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। আর টাকার অংকে লেনদেন বেড়েছে দেড় হাজার কোটি টাকা বা ১০৬ শতাংশ।গত সপ্তাহে মোট পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে তিনদিন সূচক বাড়লেও প্রতিদিনই বেড়েছে লেনদেনের পরিমাণ। দেশের প্রধান পুঁজিবাজারে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। আর শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয় ৬৬৯ কোটি টাকা। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন।বাজার বিশ্লেষণে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে এক হাজার ৫৩৭ কোটি ৩১ লাখ টাকা বা ১০৬ দশমিক ৬২ শতাংশ। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট। এসময় বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৯৭৯ কোটি ২২ লাখ ২৭ হাজার ৬৯৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯ লাখ ৭৫ হাজার ১৭৩ টাকার শেয়ার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে এক হাজার ৫৩৭ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৫২৫ টাকা বা ১০৬ দশমিক ৬২ শতাংশ বেশি। যা প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৮৪ লাখ টাকা।সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯২ পয়েন্ট বা ৪ দশমিক ৬৭ শতাংশ বেড়ে অবস্থান করছে চার হাজার ৩১৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬৫ পয়েন্ট বা ৪ দশমিক ২০ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬২৩ পয়েন্টে। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক ৩৬ পয়েন্ট বা ৩ দশমিক ৫৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬ পয়েন্টে।গেল সপ্তাহে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৭ টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১৫ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে সিএসইতে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক বেড়েছে ৫ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৯৫ শতাংশ। আর সিএসইএক্স সূচক বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ।সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। টাকার অংকে লেনদেন হয়েছে ২৫১ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪০ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৩৫৩ টাকা। সপ্তাহে ব্যবধানে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৬৪৪ টাকা।এসআই/এআরএস/এমএস
Advertisement