জঙ্গিবাদের বিস্তার রোধে মুসলমানদের এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম’র প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
Advertisement
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু দেশকে নয় মুসলমানদের ওপর কালোদাগ দেয়ার চেষ্টা চলছে। আপনাদের (আলেমরা) কাজ আপনাদের করতে হবে। আপনাদের বসে থাকলে চলবে না। ইসলামের প্রচার করতে হবে। ইসলাম কী বলে তার প্রচার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রথমদিকে কওমি মাদরাসার ছাত্রদের সামনে এনে জঙ্গিবাদের তৎপরতা চালানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও ইংলিশ মিডিয়ামের ছাত্রদের অপতৎপরতায় যোগ করা হয়। তখন আমি বলেছিলাম, কওমি মাদরাসার শিক্ষার্থীরা কখনও অসৎ কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। কারণ তারা ইসলাম পড়ে। তাদের আরও অগ্রসর হয়ে অসুন্দরের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে হবে।’
‘আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম’কে স্বাগতম জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেরিতে হলেও আপনারা শুরু করেছেন। তাই আপনারা (আলেম) কী চিন্তা করছেন তা প্রকাশ করুন। আমাদের কথাও প্রকাশ করুন।’
Advertisement
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন অনলাইন পোর্টালের সম্পাদক হুমায়ুন আইয়ুব, রকমারি ডটকমের পরিচালক হাসানুল হক, এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর আবুল হাসান মুহাম্মদ প্রমুখ।
এআর/এমএআর/আরআইপি