খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা এতিমদের টাকা মেরে খায়, আগুন দিয়ে মানুষ মারে তাদের দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
Advertisement
তিনি বলেন, রাজনৈতিকভাবে যারা মানসিক বিকারগ্রস্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনমত গড়ে তুলতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও অপরাজেয় বাংলা যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ৩০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
কামরুল বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান, এ দেশের মানুষ। তাদের প্রতি অবহেলা নয় বরং তাদেরকে সহযোগিতা করা নৈতিক দায়িত্ব।
Advertisement
অপরাজেয় বাংলার আহ্বায়ক এইচ রহমান মিলুর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরেবাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন প্রমুখ।
এফএইচএস/জেএইচ/এএইচ/আরআইপি