জাতীয়

ফল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে প্রাণ`র কর্মশালা

স্বাস্থ্যসম্মত উপায়ে ফল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন করেছে প্রাণ। সম্প্রতি রাজশাহীর বানেশ্বর ডিগ্রী কলেজ মিলনায়তনে স্থানীয় দুই শতাধিত আমচাষী ও ব্যবসায়ীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় জানানো হয়, বর্তমানে ফলমূলে কীটনাশক ও কেমিকেল এর ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা আতঙ্কিত। এই প্রেক্ষাপটে স্বাস্থ্যসম্মত উপায়ে ফল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রাণ এই কর্মশালার আয়োজন করে।প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার মোঃ মাহতাব উদ্দিন জানান, স্বাস্থ্যসম্মত উপায়ে ফল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই কর্মশালায় আম বাগান ব্যবস্থাপনা, রোগ বালাই দমন, সার ও কীটনাশকের ব্যবহার, গাছ থেকে আম সংগ্রহ এবং সংরক্ষন বিষয়েও হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাণ এর পক্ষ থেকে এ বছর সাতটি বিভাগে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয় বলেও জানান তিনি।  কর্মশালায় পুটিয়া উপজেলার নির্বাহী অফিসার খন্দকার ফরহাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ। এছাড়াও রাজশাহী জেলার ডিসি ড. দেওয়ান মোঃ শাহরিয়ার ফিরোজ, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এসএম রশিদুল হক, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মোঃ রহমত উল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, চাঁপাই নবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সফিকুল ইসলাম, রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সফিকুল ইসলাম কর্মশালায় উপস্থিত ছিলেন।

Advertisement