২১তম দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন হাফেজ তরিকুল ইসলাম। রোববার (১১ জুন) দিবাগত রাত ১০টায় দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Advertisement
প্রতিযোগিতায় অংশ নিতে ২৯ মে দুবাইয়ে আসেন কিশোর হাফেজ তরিকুল ইসলাম। এ প্রতিযোগিতায় ৯৬টি দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে হাফেজ তরিকুল ইসলাম।
নিজ গ্রামের শামসুল উলুম ইসলামিয়া মাদরাসায় পড়ালেখার পর, পরবর্তীতে সে ২০১০ সালে চাঁদপুর জেলার নুরে মদিনা তাহফিজুল কুরআন মাদরাসায় হেফজ শুরু করেন। সেখানে তিন বছরে কুরআনের হেফজ শেষ করেন।
কুরআনের উন্নত শিক্ষা লাভে হাফেজ তরিকুল ইসলাম রাজধানী ঢাকার যাত্রাবাড়িস্থ হাফেজ ক্বারি নেছার আহমদ আন-নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় ভর্তি হন।
Advertisement
২০১৩ সালে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠিত কুরআনের রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতায় হাফেজ তরিকুল ইসলাম ২য় স্থান অধিকার করলেও এবারই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তার প্রথম বিদেশ সফর।
এমআরএম/বিএ/আরআইপি