স্বাস্থ্য

ওষুধের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নেই

দেশের বাজারে ওষুধের মূল্যবৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নতুন ভ্যাট আইনে সব ধরনের পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়। ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন এ আইনের ফলে ওষুধ কিনতে গিয়ে ক্রেতাদের কোনো প্রকার ভ্যাট (মূল্য সংযোজন কর) পরিশোধ করতে হবে না।

Advertisement

শনিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আয়োজনে ২০১৭-২০১৮ অর্থবছরে ‘ওষুধ খাতে ভ্যাট’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন ভ্যাট আইনে শতকরা ১৫ ভাগ ভ্যাট উৎপাদক প্রতিষ্ঠান আগের মতো পরিশোধ করবে। ফলে গ্রাহকদের কোনো ভ্যাট দেয়ার প্রয়োজন হবে না।

৭১ টিভির বার্তা পরিচালক বার্তা সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সাবেক ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক রশীদ-ই মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন আবম ফারুক, অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবীর, ওষুধ শিল্প সমিতির সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডা. মোমেনুল হক, বিএমএ সদস্য ডা. জামালউদ্দিন চৌধুরী ও ইউনিমেড ইউনিহেলথের নির্বাহী পরিচালক নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

Advertisement

এমইউ/এসআর/জেআইএম