সে এখন আমার চাচি১ম বন্ধু : দোস্ত, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম; সে পরে আর আমাকে বিয়ে করেনি!২য় বন্ধু : হায় হায়, কেন? তুই বলিসনি যে তোর চাচা কোটিপতি?১ম বন্ধু : হ্যাঁ, বলছিলাম তো।২য় বন্ধু : তাহলে?১ম বন্ধু : সে জন্যই সে এখন আমার চাচি।২য় বন্ধু : তোর কপাল তো ভালো যে তুই বলিসনি, তোর বাবা কোটিপতি!
Advertisement
****
মহিলা যদি না দেয়হিম : আন্টি, মা এক কাপ চিনি দিতে বলছে!আন্টি : দাঁড়াও দিচ্ছি। আচ্ছা, আর কি বলেছে?হিম : বলছে, ওই কৃপণ মহিলা যদি না দেয়, তাইলে সুমি আন্টির কাছ থাইকা নিয়া আসিস!
****
Advertisement
হাসিমুখে বহন করবেজন এইমাত্র চার্চ থেকে ফিরল। এসেই সারা বাড়িতে তার স্ত্রী অ্যানিকে খুঁজতে শুরু করল। শেষে বাগানে গিয়ে পেল অ্যানিকে। গিয়েই পেছন থেকে জড়িয়ে ধরল। এরপর কোলে তুলে নিয়ে পুরো বাগান ঘুরতে লাগল। মুখে চওড়া হাসি।
অ্যানি প্রথমে অবাক হলেও বিয়ের পাঁচ বছর পরও স্বামীর এই রোমান্টিকতা বেশ উপভোগ করছিল। আদুরে ভঙ্গিতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল-অ্যানি : আজ বুঝি ফাদার রোমান্টিক হতে বলেছেন?স্বামী : নাহ। ফাদার বলেছেন, ‘আজ থেকে তোমার জীবনের বোঝাগুলো হাসিমুখে বহন করবে।’
এসইউ/জেআইএম
Advertisement