আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে কেন স্থায়ী টাস্কফোর্স গঠন করা হবে না তা জানতে রুল জারি করেছেন উচ্চ আদালত।বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. মিজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।এই রুলে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক(আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে আদালতে তাদের জবাব দিতে বলা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটাকে কেন্দ্র করে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন আদালত।এসকেডি/এসএইচএস/আরআই
Advertisement