কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বুধবার একটি স্বর্ণখনিধসে অন্তত ১৫ শ্রমিক মাটির নিচে আটকা পড়েছেন। খনিটির অনুমোদন ছিল না উল্লেখ করে কর্তৃপক্ষ বলেন, উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।জরুরি সহায়তা সংস্থা ইউএনজিআরডি’র লুইস পিনেরোস বলেন, ‘স্বর্ণ বের করার জন্য খোড়া গর্ত দিয়ে পানি প্রবেশ করায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে খনিটি ধসে পড়ে।’ঘটনাস্থলে ৫০ উদ্ধার ও চিকিৎসাকর্মী মোতায়েন রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা তল্লাশি ও উদ্ধার অভিযানের মাঝামাঝি স্থানে রয়েছি।’কোনো কোনো শ্রমিক প্রায় ১৭ মিটার (৫৫ফুট) নিচে আটকা পড়ে আছেন। অন্যরা প্রায় ১০ মিটার গভীরে আটকা পড়েছেন। লুই ডুয়ার্টের কালডাস ডিপার্টমেন্টের পুলিশ কমান্ডার একথা জানান।ন্যাশনাল মাইনিং এজেন্সি (এএনএম) স্থানীয় দমকল কর্মীদের বরাত দিয়ে খনিটির গভীরে গ্যাসের উপস্থিতি রয়েছে বলেও জানা গেছে।একে/আরআই
Advertisement