আন্তর্জাতিক

বুরুন্ডিতে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ : সেনা প্রধান

প্রেসিডেন্ট পিয়েরি নকুরুনজিজার বিরুদ্ধে সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেলের অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বুরুন্ডির সেনা প্রধান প্রাইম নিয়োনগাবো। অপরদিকে তাৎক্ষণিকভাবে সেনাপ্রধানের এমন দাবি নাকচ করে দিয়েছেন মধ্য আফ্রিকার দেশের ওই নেতার বিরোধীরা।বৃহস্পতিবার এক বেতার ঘোষণায় প্রাইম নিয়োনগাবো বলেন, ‘জেনারেল গোদাফ্রড নিয়োমবারির অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।’ওই বেতার কেন্দ্রের খবরে বলা হয়, প্রেসিডেন্টের দপ্তর ও প্রাসাদ প্রেসিডেন্ট সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে।প্রেসিডেন্টের অনুগতদের নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় বেতার কেন্দ্রে দেয়া ঘোষণায় তিনি আরো বলেন, ‘জাতীয় প্রতিরক্ষা বাহিনী বিদ্রোহীদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।’এদিকে নকুরুনজিজা বিরোধী শিবিরের মুখপাত্র বুরুন্ডি পুলিশ কমিশনার ভেনন দাবানেজ জানান, সেনা প্রধানের ওই দাবি মিথ্যা। বুজুমবুরার আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা তার নিয়ন্ত্রণে রয়েছে।তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সেনা প্রধানের এমন বার্তায় আমরা বিস্মিত নই, কারণ ওই সেনা প্রধান অনেকদিন ধরেই শয়তানের পক্ষ নিয়ে আছেন এবং মিথ্যা বলছেন।’একে/আরআই

Advertisement