আন্তর্জাতিক

স্কটল্যান্ডের চার্চে সমকামী বিয়ের অনুমোদন

এই প্রথম কোন অ্যাংলিকান চার্চ সমকামী বিয়ের অনুমোদন দিলো। এর ফলে সমকামী অ্যাংলিকান দম্পতিরা স্কটল্যান্ডের চার্চে বিয়ের আবেদন করতে পারবে।

Advertisement

স্কটল্যান্ডের অ্যাংলিকান চার্চ দ্যা স্কটিশ এপিসকোপাল চার্চ অল্প ভোটের ব্যবধানে সমকামী বিয়েতে অনুমোদন দিয়েছে।

তবে যাজকদের কেউ সমকামী বিয়ে পড়াতে না চাইলে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে তা করানো যাবে না বলেও জানিয়েছে এপিসকোপাল চার্চ।

এপিসকোপাল চার্চের বিশপ অব এডিনবার্গ বলেছেন, ‘আমি সেসব দম্পতিদের জন্য খুশি যারা এখন চার্চের মাধ্যমে তাদের সম্পর্কে বৈধতা আনতে পারবেন।’

Advertisement

স্কটল্যান্ডে সমকামী বিয়ে ২০১৪ সালে বৈধতা পায়। কিন্তু স্কটল্যান্ড চার্চ এবং রোমান ক্যাথলিক চার্চ এ পদক্ষেপের বিরোধিতা করে আসছিল। শেষ পর্যন্ত স্কটল্যান্ড চার্চও সমকামী বিয়ে বৈধ করার সিদ্ধান্ত নিল।

সমঅধিকারের দাবি নিয়ে সোচ্চার মানবাধিকার কর্মীরা স্কটিশ চার্চের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

টিটিএন/জেআইএম

Advertisement