দেশজুড়ে

নওগাঁয় মাষ্টার্স কোর্স চালুর দাবীতে মানববন্ধন

নওগাঁ সরকারী কলেজে হিসাব বিজ্ঞান, ইংরেজি, ভূগোল ও দর্শন বিষয়ে মাষ্টার্স পূর্ব ও শেষ ভাগ ব্যবস্থাপনা ও বিজ্ঞান বিভাগে সকল বিষয়ে মাষ্টার্স পূর্বভাগ চালু এবং শিক্ষক সংকট নিরসনের দাবীতে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচীর পালন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ সরকারী কলেজ শাখার উদ্যোগে বুধবার এ কর্মসূচি পালন করা হয়।মানববন্দনে বক্তারা বলেন, নওগাঁ সরকারী কলেজে অনার্স কোর্স চালু থাকলেও কলেজ কর্তৃপক্ষের অনিহার কারণে বেশ কয়েকটি বিষয়ে এখনও মাষ্টার্স কোর্স চালু হয়নি। তারা অবিলম্বে কলেজে ইংরেজি, ভূগোল, দর্শন ও হিসাব বিজ্ঞান বিষয়ে মাষ্টার্স প্রথম ও শেষ পর্ব এবং ব্যবস্থাপনা ও বিজ্ঞান বিভাগের সকল বিষয়ে মাষ্টার্স প্রথম পর্ব কোর্স চালুর দাবী জানান।মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে কলেজের বিভিন্ন চত্ত¡র প্রদক্ষিণ করে এবং অধ্যক্ষ প্রফেসর এসএম জিল­ুর রহমানের নিকট উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধন চলাকালে সমাবেশে ছাত্রনেতা জুলহাজ উর রশিদ অপু সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন- ছাত্র খায়রুল আলম গোল্ডেন, কবির আলম লিটন, মামুন, শাহিদুল, লুৎফর, রবিউল, ফরহাদ, সিরাজুল, সোহেল, সজল প্রমুখ।

Advertisement