জাতীয়

১০ বছর পর পিটিশন কমিটির বৈঠক

একে একে দশ বছর কেটে গেছে। কিন্তু আইনসভার সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য গঠিত জাতীয় সংসদের পিটিশন কমিটির কোনো বৈঠক হয়নি। বৃহস্পতিবার সেই বৈঠক অনুষ্ঠিত হলেও ১০ সদস্যেও মধ্যে অংশ নেন মাত্র ৪ জন। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন-ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবের হোসেন  চৌধুরী, শেখ মো. নূরুল হক, মহীউদ্দীন খান আলমগীর, জাসদের মইন উদ্দীন খান বাদল। সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন- ফজলে রাব্বী মিয়া, সাবের হোসেন চৌধুরী ও শেখ নূরুল হক।সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকারকে সভাপতি করে সর্বোচ্চ ১০ সদস্য নিয়ে পিটিশন কমিটি গঠিত হয়। কোনো মন্ত্রী এ কমিটির সদস্য হতে পারেন না।কমিটির মাধ্যমে সংসদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের উপায় থাকলেও গত ২২ বছর ধরে প্রায় অকার্যকর। পঞ্চম সংসদ থেকে এখন পর্যন্ত ১৪৯টি পিটিশন জমা পড়লেও গ্রহণ করা হয়েছে মাত্র একটি। কোনো নির্বাচনী এলাকার বিষয়ে ওই এলাকার এমপির মাধ্যমে বিধি মোতাবেক কোনো ব্যক্তি অভিযোগ বা সমস্যার সমাধান চাইতে পারেন। সেটা পিটিশন কমিশনে জমা হয়। সংসদ সচিবালয়ের পিটিশন কমিটি শাখার তথ্য অনুযায়ী, গত নবম জাতীয় সংসদে ১২টি পিটিশন জমা পড়লেও সেগুলো নিয়ে কোনো বৈঠক হয়নি।এর আগে চতুর্থ সংসদ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় এবং সংসদের অনিষ্পন্ন কাজ সম্পর্কিত বিষয়ে পিটিশন জমা দেওয়ার বিধান ছিল না। পঞ্চম সংসদ থেকে এ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে ১৪৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে গৃহীত হয়েছে ২০টি। গৃহীত আবেদনের মধ্যে পঞ্চম সংসদে ১৭টি, সপ্তম সংসদে দুটি এবং অষ্টম সংসদের একটি।বৈঠকে কমিটির সদস্যদের অনুপস্থিতি প্রসঙ্গে শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কয়েকজন সদস্য দেশের বাইরে রয়েছেন আর একজন অসুস্থ। কোরাম হওয়ায় আমরা বৈঠক করেছি। তিনি আরো বলেন, কার্যপ্রণালী বিধিতে পিটিশন করার বিষয়গুলো সুনির্দিষ্ট করা আছে। বিধি ১০০ এর উপ-বিধি ৩ গ তে বলা আছে, যা আইনের মাধ্যমে কিংবা সরকার বা দ্বায়িতপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধি, উপ-বিধি বা প্রবিধানের মাধ্যমে সমাধা করা যায়, এমন বিষয় গ্রহণযোগ্য হবে না। যে কোনো বিষয়ের সমাধানের জন্য কোনো না কোনো উপায় আছে। তাহলে এখানে পিটিশন কমিটির কাজ কী? এইচএস/একে/পিআর

Advertisement