রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে পুলিশ দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি দখল করা হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
Advertisement
গুলশানের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মওদুদ আহমদ নিজেই একটি রিট দায়ের করেন। আদালত ওই রিটের পরবর্তী শুনানি ২ জুলাই নির্ধারণ করার পর সাংবাদিকদের এ কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, মওদুদ আহমদকে সংবিধান অনুযায়ী নয়, বেআইনিভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করার পূর্বে ৩০ দিনের নোটিশ প্রদানের নিয়ম রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে মওদুদ আহমদকে বিনা নোটিশেই উচ্ছেদ করা হয়েছে। বাড়িটি ব্যাক্তি মালিকানাধীন। তাই এটি দখল করা সরকার বা রাজউকের এখতিয়ারের মধ্যে পরে না।
Advertisement
এফএইচ/এমএমজেড/আরআইপি